তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ শুরু

জাতীয় ডেস্ক

মে ২৯, ২০২৪, ০৯:৫৫ এএম

তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ২২টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হল বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া। পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি। পিরোজপুরের মঠবাড়িয়া। ভোলার তজুমদ্দিন ও লালমোহন। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া। বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা।

এছাড়া মঙ্গলবার (২৮ মে) নেত্রকোণার খালিয়াজুড়ি এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলাসহ তিন উপজেলায় ভোট স্থগিত করে ইসি। 

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ও দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। 

Link copied!