নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বাবলু। আর জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইঞ্জিনিয়ার আখতারুল আলম (ট্রাক প্রতীক) এবং মেহেদী মাহমুদ রেজা (ঈগল)।
জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন ও নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ও সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ও চেকপোস্ট নিয়মিত কাজ করছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন।