চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২৩, ০৮:১২ পিএম

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে।

নগরীতে শনিবার গভীর রাত থেকে শুরু হয় বৃষ্টি; মুষলধারে এ বৃষ্টির তোড় রবিবার দুপুরের দিকে কিছুটা কমে এলেও একেবারে বন্ধ হয়নি। এমন বৃষ্টি আরও কয়েকদিন ঝরতে পারে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরকে আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নতুন করে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর নগরীর চান্দগাঁও, বাকলিয়া, হালিশহর, চকবাজার, কাপাসগোলা, মুরাদপুর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা যায় রবিবার সকালে।

হাটহাজারী সড়কে পানি উঠে যাওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়ির সাথে চট্টগ্রামের যান চলাচলও ব্যাহত হচ্ছে। এছাড়া নন্দীর হাট, ইসলামীয়া হাটসহ কয়েকটি এলাকার সড়কেও পানি উঠেছে।

রাউজান হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, “হাটহাজারির নন্দীরহাটসহ কয়েকটি স্থানে পাহাড়ি ঢলে সড়কে পানি উঠে যাওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়ির সাথে যান চলাচল ব্যাহত হচ্ছে। “

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, পানিতে ডুবে যাওয়া এসব রাস্তায় বড় গাড়িগুলো ধীর গতিতে চলাচল করতে পারলেও, ছোট যানবাহন চলাচল করছে কম।

তবে হাটহাজারির পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক বলে জানান মোজাম্মেল হক।

Link copied!