মে ৩০, ২০২৪, ০৫:১৪ পিএম
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যাদের ঘর-বাড়ি ভেঙেছে সেগুলো মেরামত-নির্মাণের ব্যবস্থাও করে দেওয়া হবে।”
ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “রেমালের প্রভাবে এবার ঝড় ও জলোচ্ছ্বাস, খুবই অস্বাভাবিক হয়েছে। আমরা চাই, এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়।”
তিনি বলেন, “মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা-শিক্ষার জন্য যা যা করা দরকার, আওয়ামী লীগ সরকার তা করে যাচ্ছে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ, দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়। আমরা রাস্তা-ঘাট, পুল-ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি।”
প্রধানমন্ত্রী বলেন, “ইতোমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে, সেগুলো মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলো ভেঙে গেছে, বাঁধ নির্মাণে কাজ ইতোমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলো নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর-বাড়ি ভেঙে গেছে, আমরা খোঁজ নিতে বলেছি। যেখানে যাদের ঘর-বাড়ি ভেঙেছে, তারা যেন ঘর-বাড়ি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থাও আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন।”
ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার সোচ্চার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জানি, এই অঞ্চলটা সব সময় দুর্যোগপ্রবণ। আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদে আশ্রয় পেয়েছে, দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন-গৃহহীনদের মধ্যে বিতরণ করেছি। যে কারণে অন্তত মানুষ আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু-পাখির আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি।”
সরকার প্রধান বলেন, “জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে। কোনও কোনও জায়গায় মাছের ঘের ভেসে গেছে। আমাদের ভাগ্য ভালো যে, ধান কাটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরও তরিতরকারি, ফসল যেগুলো নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলো বপন করতে পারে তার জন্য বীজ, সার যা যা লাগে সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেবো।”
প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সব সময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। প্রাকৃতিক দুর্যোগ আসবে কিন্তু সেটাকে মোকাবিলা করে মানুষের জানমাল রক্ষা করাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি।”