প্রশাসনে রদবদল কোন কমিশন করেছিল, প্রশ্ন সিইসির

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২৩, ০৯:৫৯ এএম

প্রশাসনে রদবদল কোন কমিশন করেছিল, প্রশ্ন সিইসির

বিএনপি নির্বাচনে আসলে পুনঃ তফসিল হবে তবে নির্বাচন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে পুনঃ তফসিল করা যেতে পারে। তার মানে এই নয় যে নির্বাচন প্রক্রিয়া পেছানো হবে। এদিকে প্রশাসনে কবে কখন রদবদল কোন কমিশন করেছিল জানতে চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রবিবার নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের সাথে ব্রিফিংকালে এ প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, যখন কোনো রিটার্নিং অফিসার চূড়ান্ত তালিকা প্রকাশ করে তখন আমরা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে পারব। তাই এই মুহূর্তে আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন আসে না। প্রধানমন্ত্রী এখন মিটিং করছেন, প্রার্থী হিসেবে করছেন না। যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তখন তিনি প্রার্থী হবেন। তাই কোনো প্রার্থী যদি কোনো বিধি লঙ্ঘন করে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শোডাউনের মাধ্যমে মনোনয়ন ফরম কেনা নিয়ে ইসির কোনো আচরণ বিধিমালায় নেই উল্লেখ করেন তিনি। এছাড়া শেষ সময় যদি প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি হবে না সে বিষয়ে ভেবে দেখবেন সিইসি।

Link copied!