ছবি: সংগৃহীত
বরগুনায় পরকীয়ার জেরে স্বামী মো. ফোরকানের (২৮) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। পরে আহতকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (১০ জুন) রাত সোয়া ১০টার দিকে বামনা উপজেলার সোনাখালী বাজার এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ফোরকান বামনা উপজেলার তালেশ্বর গ্রামের আব্দুল হানিফ চৌকিদারের ছেলে। তিনি পেশায় অটোচালক।
স্থানীয়সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে প্রায়ই ফোরকানের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া লাগতো। রোববার রাত সোয়া ১০টার দিকে দ্বিতীয় স্ত্রী ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় ফোরকানের
চিৎকারে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বামনা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফোরকানকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিশোর কুমার মণ্ডল বলেন, “বামনায় স্বামীর লিঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে। আহত ফোরকান এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কেউ এখন পর্যন্ত কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”