আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাড. কামরুল ইসলাম বলেন, "জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। তার সন্তান তারেক রহমান আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর রহমতে পারে নাই।"
বৃহস্পতিবার (১৭ অগাস্ট) বিকালে নগর ভবন প্রাঙ্গণে `জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে` ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাড. কামরুল ইসলাম এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যের সকল কুশীলবদের বিচার দাবি করে অ্যাড. কামরুল ইসলাম বলেন, "যে কমিশন করা হবে সেই কমিশনের মাধ্যমে খুনি জিয়াউর রহমান, খুনি মোস্তাকসহ নেপথ্যে যারা জড়িত তাদের সকলের মুখোশ উন্মোচন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের আওতায় আনতে এবং যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের মরণোত্তার বিচার সম্পূর্ণ করতে হবে।"