অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কিনা দেখতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৩, ১২:৪৪ পিএম

অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কিনা দেখতে হবে

সম্প্রতি বিভিন্ন বিপণিবিতানে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কিনা দেখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদ উপহার দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

শনিবার (২২ এপ্রিল) সকালে সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আগে দেয়া বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন।

বিভিন্ন মার্কেটে আগুন লাগার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবাজারের আগুনের পর মনে হচ্ছে যে, অতীতে যারা আগুনসন্ত্রাস করেছে, তাদের এখানে হাত আছে কি না! কারা ফায়ার সার্ভিসের ওপর হামলা করল এসব খতিয়ে দেখা হচ্ছে৷ জীবন্ত মানুষকে যারা পুড়িয়ে মারতে পারে, তারা সবকিছুই করতে পারে৷ তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এসময় সরকারপ্রধান আরও বলেন, “নিউমার্কেট-বঙ্গবারজারসহ অন্যান্য এলাকায় আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার পক্ষ থেকে তাদের ঈদ উপহার দিয়েছি।”

সবকিছু হারিয়ে নিজের চাওয়া-পাওয়া আর কিছু নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই৷ ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই৷ দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি৷”

জনগণের সহযোগিতায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ঠ ভালো অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, পরপর কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক৷ সমাজে সবাই সবার পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন, এই সক্ষমতাটা যাতে থাকে সেই দোয়াই করি৷

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিতে আছে৷ উন্নয়ন আর অগ্রযাত্রার ধারা যেন অব্যাহত থাকে, সেটাই চাওয়া।

পরে ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানান। করোনাভাইরাসের কারণে তিনবছর বিরতির পর এবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ  সব শ্রেণির মানুষের  সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি বিচারপতি, তিনবাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।  

Link copied!