ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, “প্রকৃত দেশপ্রেমিক কখনোই অবৈধ দখলদার হতে পারে না। অবৈধ দখলদারদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
আজ রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব"’এর চতুর্থ দিনে রবীন্দ্র সংগীতানুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মো. আতিকুল ইসলাম বলেন, “প্রকৃত দেশপ্রেমিক রাস্তা, খাল, নদী কিংবা সরকারী জায়গা দখল করতে পারে না। রাজউক অনুমোদিত নকশা মোতাবেক পার্ক ও খেলার মাঠ সংরক্ষণ না করলে সংশ্লিষ্ট ডেভলপার কোম্পানীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিএনসিসি মেয়র বলেন, “কল্যানপুর রিটেনশন পন্ডের জন্য নির্ধারিত ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর জমিই অবৈধ দখলদারদের দখলে রয়েছে। জনগনকে সাথে নিয়ে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে কল্যাণপুরেও হাতিরঝিলের মতো একটি দৃষ্টিনন্দন জলাধার নির্মাণ করা হবে।”
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি উপস্থিত ছিলেন।