অ্যাটর্নি জেনারেলের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক চলাকালে বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৩, ০৭:২২ পিএম

অ্যাটর্নি জেনারেলের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক চলাকালে বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দলটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সাথে বৈঠক করেছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই বৈঠক হয়। সেখানে নির্বাচনী আইনসংক্রান্ত বিষয়ে কথা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

ইইউ প্রতিনিধি দলের নেতা সেলেরি রিকার্ডোসহ তাদের দলের সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। 

এদিকে, বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় কার্যালয়ের সামনে ইইউ’র প্রতিনিধি দলের গাড়ির সামনে তারা ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি’ ‘উই ওয়ান্ট কেয়ারটেকার’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

এ সময় কার্যালয়ের সামনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলের কারণে প্রতিনিধি দলের গাড়িটি কিছুক্ষণ আটকে থাকে। পুলিশ তৎপর হওয়ার পর গাড়িটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছেড়ে যায়।

প্রসঙ্গত, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দল।

অনুসন্ধানী মিশন দলটি ঢাকায় অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মকর্তা, রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন। এছাড়া, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথেও ইইউ প্রতিনিধি দল বৈঠক করবেন। আগামী ২৩ জুলাই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই দলটির।

Link copied!