জুলাই ১১, ২০২৩, ০৬:৪৩ পিএম
ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দলটি নির্বাচনি আইনসহ বাংলাদেশের বিভিন্ন আইন সম্পর্কে জানতে চেয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা এ তথ্য জানান।
এদিকে বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা।
ইইউ প্রতিনিধি দলের নেতা সেলেরি রিকার্ডোসহ তাদের দলের সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।
বৈঠকের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বংলাদেশের নির্বাচনি আইন সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। নির্বাচনের সময় আরপিও আইন, ফৌজদারি আইন ও দেওয়ানি আইন এবং নাগরিকদের অধিকারের যে আইনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন।“
বৈঠকে সুশাসন, মানবাধিকার, দেশের বিচার ব্যবস্থা ও আইনের শাসন নিয়ে ইইউ দল আলোচনা করে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দল।
অনুসন্ধানী মিশন দলটি ঢাকায় অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মকর্তা, রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন। এছাড়া, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথেও ইইউ প্রতিনিধি দল বৈঠক করবেন। আগামী ২৩ জুলাই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই দলটির।