জানুয়ারি ১২, ২০২২, ০৫:১০ পিএম
দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে আইন নিজের হাতে তুলে না নিয়ে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সারা দেশের সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি জানান।
বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হন।
প্রকল্পগুলো হচ্ছে‘শাহজালাল বিমানবন্দর সড়কে শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন পথচারী আন্ডারপাস’; ‘সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক চার লেন মহাসড়ক’; ‘বালুখালী (কক্সবাজার)-ঘুনধুম (বান্দরবান) সীমান্ত সংযোগ সড়ক’ এবং ‘রাঙ্গামাটি জেলার নারিয়ারচরে চেংগী নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতু’।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ও ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেড এ নির্মাণের সাবিক তত্তাবধানে ছিল।
দুর্ঘটনা একটি দুর্ঘটনাই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না। এর জন্য কে দায়ী, তা পরে খুঁজে বের করা যাবে। আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে এবং দুর্ঘটনার জন্য কারা দায়ী, তা খুঁজে বের করবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।”
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সরকারপ্রধান বলেন, “রাস্তায় চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। আর শিক্ষার ক্ষেত্রেও আমি বলব—আমাদের তরফ থেকে প্রত্যেক স্কুল-কলেজে ট্রাফিক রুলস সম্পর্কে থেকে শিক্ষা দেওয়া উচিত। প্রত্যেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়েও এ ব্যবস্থা নিতে হবে।”
তিনি বলেন, “স্কুল থেকেই ট্রাফিক আইন কানুন শিক্ষার্থীদের পড়াতে হবে। পুলিশের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের রাস্তায় স্কুলের প্রতিনিধিদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে।” এসময় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিতে শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভারী যানবাহনগুলো-বিশেষ করে বাস, ট্রাক, লরি—সেগুলোরও যান্ত্রিক কোনো ত্রুটি আছে কি না, সেটাও সবসময় পরীক্ষা করতে হবে। এ বিষয়টাও সকলে নজর রাখবেন।”
সরকারপ্রধান বলেন, “দুর্ঘটনা ঘটলেই গাড়ির ড্রাইভারকে ধরে পেটাবেন, আগুন দেবেন, গাড়ি পোড়াবেন—এটা কিন্তু ঠিক নয়। কারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টা দেখবে। কাজেই এ বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক মহাড়কের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ বাড়ানোর ওপর তাগিদ দেন সরকারপ্রধান।