জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়েছে। সোমবার( ১৬ই আগস্ট) তার সহকারী একান্ত সচিব মামুন হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমে বলেন, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। এখন তার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্থিতিশীল।
এ বিষয়ে বিরোধীদলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
৭৮ বছর বয়সী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।