আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকায় গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ১১:০৩ পিএম

আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকায় গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকায় গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে এ কথা বলে তিনি বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে জনগণ ভোট দেবে। জনগণ যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে না চায়, সেখানে আওয়ামী লীগের কিছু করার নেই।

বিএনপির দ্বারায় আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতিত হয়েছেন এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান থেকে শুরু করে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ টানতে হয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মী অন্যায় করলে ছাড়া দেওয়া হচ্ছে না।

ভারত সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে সব বিষয়েই সহযোগিতা করে যাচ্ছে। এ সফরেও আমরা একেবারে শূন্য হাতে ফিরেছি, এটা বলতে পারবো না। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যার সবদিকে ভারত। একপাশে ছোট্ট একটুখানি মিয়ানমার সীমান্ত। বাকি সীমান্তজুড়ে বঙ্গোপসাগর, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো- বাংলাদেশের ব্যাপারে ভারতের সব দল-মত এক থাকে।

চিকিৎসকদের সাধারণ ও গরিব রোগীদের চিকিৎসায় আত্মনিয়োগের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রামে যেতে হবে, গ্রামের মানুষকে দেখতে হবে। রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালন করলে সাধারণ মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে। গরিব রোগীদের চিকিৎসা দিতে হবে। সবাইকে রাজধানীতে থাকলে চলবে না। এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো। উপজেলা পর্যায়ে যেতে হবে। এ জন্য চিকিৎসকদের মানবিক দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, চিকিৎসার চেয়ে ডাক্তারের ভালো আচরণে একজন রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। এজন্য রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে।

ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। দুই বছরের করোনার পর এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে স্যাংশন পাল্টা স্যাংশন। বাংলাদেশকে কঠিন পরিস্থিতি অতিক্রম করতে হচ্ছে। যেখানে উন্নত দেশ নিজেদের নিয়ে হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের মতো দেশের সার্বিক সেবা দেওয়া কত কঠিন দায়িত্ব, আমরা বুঝতে পারছি। আমাদের আরও মিতব্যয়ী হতে হবে। উৎপাদন বাড়াতে হবে।

Link copied!