ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। তবে তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সে কেন্দ্রটিতে সকালে ভেঅটার উপস্থিতি ছিল না বলেই চলে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও দুই ঘণ্টায় ওই কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র ১০টি। কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি।
কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের জানান, , সকাল থেকে ভোটারদের অপেক্ষায় আছেন তারা। তাদের আশা, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘৩ নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ৬টি। সকাল ৮টায় ভোট দিতে এসেছেন ২ জন।’
তবে ১ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং অফিসার সেলিম মোল্লা সকাল ১০টার দিকে জানান, ‘এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই।’
প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের অধেীনে ৬০৫টি ভোটকক্ষে ভোট নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শুন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। চলতি বছরের ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।