গণমানুষের সংগ্রাম ও আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। আওয়ামী লীগকে উপড়ে ফেলা যায় না বলেও তিনি মন্তব্য করেন।
রবিবদুপুরে মাদারীপুর শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অডিটোরিয়ামে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক যুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, “আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যা বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। একটা গাছের শেকড়কে টেনে উপড়ে ফেলা যায়, কিন্তু মানুষের হৃদয়ের যে ভালোবাসা ও আকর্ষণ সেটাকে টেনে উপড়ে ফেলা যায় না। এই দলটিকে কখনোই উপড়ে ফেলা যাবে না।“
‘আওয়ামী লীগ গণমানুষের দল’ উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের এমন একটি রাজনৈতিক দল, যে দল কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সৃষ্টি হয়নি গণমানুষের সংগ্রাম ও আন্দোলনে সৃষ্টি হয়েছে।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে মাদারীপুরের এসপি গোলাম মোস্তফা রাসেল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ উপস্থিত ছিলেন।