আওয়ামী লীগের উপকমিটির পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২১, ১১:১৮ পিএম

আওয়ামী লীগের উপকমিটির পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

আওয়ামী লীগের উপকমিটির সদস্যপদ হারিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর। শনিবার (২৪ জুলাই) আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নামের সঙ্গে ‘লীগ’ যুক্ত করে আওয়ামী লীগের অননুমোদিত সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ এর সভাপতি হওয়ায়, তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি।

আওয়ামী লীগের নারীবিষয়ক উপকমিটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান সংগঠনের নারীবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

উপকমিটিতে হেলেনার পদ পাওয়ার বিষয়ে মেহের আফরোজ চুমকি গণমাধ্যমকে বলেন, ‘উনি তো কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। আওয়ামী পরিবারের হিসেবেই আমি জানি। উনার জয়যাত্রা টেলিভিশন নামে একটা মিডিয়া আছে, যেটার সাথে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মহোদয় আছেন। এই সুবাদেই উপকমিটিতে উনাকে আমরা রেখেছিলাম।’

ফেসবুকে প্রচার হওয়া বাংলাদেশ আওয়ামী চাকরীজীবী লীগের পোস্টার। ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের প্রচার চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এই সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করা হয়।

ফেসবুকে পাওয়া পোস্টারে দেখা যায়, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনির।

আওয়ামী লীগের নারীবিষয়ক উপকমিটি সদস্য ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

এদিকে চাকরিজীবী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে হেলেনা জাহাঙ্গির বলেন, আমি চাকরিজীবী লীগের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। আমাকে এই কমিটিতে সভাপতি করার ঘোষণা দেওয়া হয়েছে। তাই অনেকেই ফেইসবুকে দিয়েছে। যেহেতু আমাকে সভাপতি বানানোর কথা ছিল, সেই হিসেবে কেউ হয়তো বা দিয়েছেন।

Link copied!