জুন ৭, ২০২৩, ০৬:০৪ পিএম
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে এখন পর্যন্ত ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয়, সহযোগী সংগঠনের নেতাসহ শিল্পপতি এবং তারকারা।
গেল শনিবার (৩ জুন) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন তাই মাত্র চার মাস মেয়াদে এই আসনে সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যবসায়ী থেকে শিল্পপতি, কেন্দ্রীয় নেতা ও চিত্রনায়কসহ প্রায় দুই ডজন ব্যক্তি দৌড়ঝাঁপ করছেন।
অনেকটাই ভিন্নতা দেখা গেছে এবারের এই উপনির্বাচনে যার মধ্যে ৩টি অঙ্গনে মনোনয়ন ফরম নিতে আগ্রহী দেখা গেছে শিল্পপতি, ব্যবসায়ী ও তারকারা।
বাংলাদেশ জাতীয় সংসদ আসন নং-১৯০ ঢাকা-১৭, শেষ সময় পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নাম।
১. আরাফাত আশওয়াদ ইসলাম - প্রাথমিক সদস্য, গুলশান থানা আওয়ামী লীগ সভাপতি,
২. মোহাম্মদ মুসা - মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতি/সাবেক সচিব
৩. মোহাম্মদ ওয়াকিল উদ্দিন - সদস্য, জাতীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ
৪. মো. জাকির হোসেন - ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগ
৫. মু. নজরুল ইসলাম তামিজি - উপদেষ্টা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
৬. মো. আবু সাঈদ - সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর
৭. মো. আব্দুল খালেক - সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ
৮. কানিজ ফাতেমা সুলতানা - স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ
৯. মোহাম্মদ আলী আরাফাত - সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
১০. মোহাম্মদ সিদ্দিকুর রহমান - সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (একাংশ)
১১. মোহাম্মদ আবদুল কাদের খান - সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ
১২. এ, কে, এম জসিম উদ্দিন - সভাপতি, বনানী থানা আওয়ামী লীগ
১৩. হেফজুল বারী মোহাম্মদ ইকবাল - সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ
১৪. আবদুল হাফিজ মল্লিক - উপদেষ্টা পরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
১৫. তাহসিন মাহবুব - সদস্য, তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ (প্রস্তাবিত)
১৬. ফেরদৌস আহমেদ - সদস্য, সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ
১৭. মোঃ জসিম উদ্দিন - সভাপতি, এফবিসিসিআই
১৮. মোঃ নাছির - সহ-সভাপতি, বনানী থানা আওয়ামী লীগ
১৯. লতা নাসির - সদস্য, বনানী থানা আওয়ামী লীগ
২০. সৈয়দ তানভীর ইমাম - যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ তাঁতী লীগ
২১. রৌশন হোসেন পাঠান - প্রয়াত আকবর হোসেন পাঠানের পুত্র
২২. ড্যানি সিডাক - সদস্য, সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ
অন্যদিকে, কাজী মামুনুর রশীদকে এই উপনির্বাচনে ভোটে মাঠে এনেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তবে এটি অবান্তর বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। আবার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এই একই আসনে ‘একতারা’ প্রতীকে নির্বাচন করতে চান, আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আগামী ১৭ জুলাই ব্যালটে ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়।