আগস্ট ১৬, ২০২২, ০৩:০৯ পিএম
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সেপ্টেম্বর থেকে দেশে আর লোডশেডিং থাকবে না। আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকব!’
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেছেন।
তিনি বলেন, 'লোডশেডিং নিয়ে বৈঠকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা খাদে পড়ব না বরং খাদ থেকে উঠব। জ্বালানির দাম ধীরে ধীরে বিশ্ব মার্কেটে নামছে। জ্বালানির মূল্য সমন্বয় করব। ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি। এই বিশ্বাস আমাদের আছে।'
দেশের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, 'অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ নামছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।'