চট্টগ্রামের সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে আগুন নেভাতে গিয়ে স্ট্রোক করে মোহাম্মদ মিলন (৩৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
মিলন নোয়াখালীর বেগমগঞ্জের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। ২০০৫ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন তিনি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরিকা এলাকায় আগুন নেভানোর পর মিলন বুকে ব্যথা অনুভব করলে অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসিএইচ) নিয়ে যাওয়া হয়।
দুপুর ২টার দিকে সিএমএইচ কার্ডিওলজি ওয়ার্ডে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।