রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তিন বোনের খালা সাজেদা নওরীন। এ ঘটনায় তিনি আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ থেকে তিন বোনের নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের সন্ধান এখনো মেলেনি।
নিখোঁজ তিন বোনের খালা সাজেদা নওরীন বলেন, আমার বড় বোন ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বোনের পর পর তিনটি মেয়ে হওয়ায় দুলাভাই আগেই অন্য এক জনকে বিয়ে করেছিলেন। বোন মারা যাওয়ার পর তার সঙ্গে তেমন যোগাযোগ নেই। তিন মেয়ে আমার কাছে এবং আমার ছোট বোনের কাছেই থাকত। আদাবর ও খিলগাঁওয়ের দুই বাসায় থেকে তারা পড়াশোনা করত। তিন বোনের মধ্যে বড়টি গত বছর এসএসসি পাস করেছে। আর ছোট দুই বোন এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি তারা নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি। এখনও তাদের অবস্থান শনাক্ত করতে পারিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।