আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তারের সংবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২৩, ০৯:৩৬ পিএম

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তারের সংবাদ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) আদালতের আদেশ অনুযায়ী তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারের খবর বিশ্বের গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা, ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের মতো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলোতে শামসুজ্জামানের গ্রেপ্তার নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। 

দ্য গার্ডিয়ানে সংবাদটির শিরোনাম এই রকম- ‘খাদ্যদ্রব্যের উচ্চমূল্য নিয়ে খবর প্রকাশের কারণে শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে’। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ-এ প্রকাশিত খবরে শিরোনাম করা হয়, ‘বিতর্কিত ডিজিটাল আইনে বাংলাদেশি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।’

আল-জাজিরায় প্রকাশিত খবরের শুরুতে বলা হয়েছে, দেশে খাদ্যদ্রব্যের উচ্চমূল্য নিয়ে সমালোচনা করে খবর প্রকাশের কারণে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে শীর্ষস্থানীয় পত্রিকার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 

এ প্রসঙ্গে ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপির বাংলাদেশবিষয়ক ফ্যাক্ট চেক সম্পাদক কাদেরুদ্দিন শিশির আল–জাজিরাকে বলেছেন, প্রথম আলো ওই সংবাদে কোনো ভুয়া উক্তি ব্যবহার করেনি। তবে ফেসবুক পোস্টে প্রথম আলো ওই উক্তির সাথে ভুল ছবি ব্যবহার করেছে।

আল–জাজিরার ওই প্রতিবেদনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের গত মাসে প্রকাশিত তথ্যের বরাতে বলা হয়, দেশের নিত্যপণ্যের দাম বছরে গড়ে ১ থেকে ১৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে। মাংসের দাম বেড়েছে গড়ে ৩৯ শতাংশ। চালের দাম ৩০ শতাংশ।

বাংলাদেশি থিংকট্যাংক সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক মডেলিংয়ের বুধবার (২৯ মার্চ) প্রকাশিত প্রতিবেদন বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গত ছয় মাসে দেশের প্রায় ৯৬ শতাংশ এবং ৮৯ শতাংশ দরিদ্র মানুষ যথাক্রমে মাংস ও মাছ খাওয়া কমিয়েছে।

দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ওই প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ ও সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানানো হয়।

অন্যদিকে এবিসি নিউজের প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়ে বলা হয়, নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আইনটি বাক্‌স্বাধীনতার ওপর আঘাত হেনেছে।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, এমন শিরোনামে মালদ্বীপের সংবাদ সংস্থা সান-এ খবর প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসঙ্গতি নজরে এলে দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি, উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

এ ঘটনার জেরে শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও ও রমনা থানায় দুটি মামলা করা হয়। রমনা থানায় করা মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গতকাল মধ্যরাতে আসামি করা হয়।

Link copied!