আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে : ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৩, ০৪:১৬ পিএম

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে : ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের বক্তব্য ও বিবৃতিতে স্পষ্ট হয় যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া পঞ্চগড়ে আহমদীয়া (কাদিয়ানি) সম্প্রদায়ের উপর হামলায় তারা জড়িত, এমনটি মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সন্ত্রাসী পন্থায় সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে ‘রাষ্ট্রক্ষমতা দখলে পাঁয়তারা করছে বিএনপি। 

সোমবার (১৩ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পঞ্চগড়ের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ উস্কানিমূলক বক্তব্য ও গুজব ছড়িয়ে ঘটনাকে সংঘাতের দিকে ধাবিত করেছেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদ বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এবং গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রধান শত্রু।  

এদেশে ধর্মভিত্তিক রাজনীতি প্রচলন এবং উগ্র-সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করেন সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান বিএনপি সেই পথেই হাঁটছে। 

বাংলাদেশে সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান। পৃথিবীর কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত ব্যক্তি ও গোষ্ঠীর সরকার ব্যবস্থা নেই। 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। 

অতীতে নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি অগ্নিসন্ত্রাসের মতো গণহত্যার পথ বেছে নিয়েছিল। বর্তমানেও তারা আন্দোলনে ব্যর্থ হয়ে একইভাবে সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকান্ডের পথ বেছে নিয়েছে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃবৃন্দের চিরাচরিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়।

Link copied!