আগস্ট ৩, ২০২২, ১০:২২ এএম
বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে তানভীরুল ইসলাম (২৪) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম তানভীরুল ইসলাম (২৪)। তিনি বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। তবে তিনি কেন বগুড়া এসেছিলেন, সে ব্যাপারে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ কোন তথ্য জানাতে পারেনি।
হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্যামলী আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন তানভীরুল ইসলাম। পরদিন দুপুর পর্যন্ত তানভীরুলের রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানান।
পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ রুমের দরজা ভাঙে এবং ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।