আমি অবশ্যই সাংবাদিকতা করব: রোজিনা ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৩, ২০২১, ০৪:৪৮ পিএম

আমি অবশ্যই সাংবাদিকতা করব: রোজিনা ইসলাম

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনের পর মুক্তি পেয়ে বের হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। রবিবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি কারাগার থেকে বের হন। বের হবার পর তিনি তার প্রথম প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘আমি অবশ্যই সাংবাদিকতা করব।’

মুচলেকায় মুক্তি

এর আগে রবিবার সকালে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন ভার্চুয়াল আদালত। বিচারক রোজিনার জামিন আদেশে বলেন, ‌‘পাঁচ হাজার টাকা মুচলেকায় তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এ ছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে হবে।’

সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার

গত সোমবার (১৭ মে) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে এদিন ছয় ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়। ওইদিন রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। মামলার নম্বর ১৬। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী।

Link copied!