আমি বঙ্গবন্ধুর সন্তান; সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতা চাই না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদক

জুন ২১, ২০২৩, ১১:১৩ পিএম

আমি বঙ্গবন্ধুর সন্তান; সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতা চাই না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ লিজ দিতে চাইলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই।

"কিন্তু আমি তা করবো না" উল্লেখ করে তিনি আরও বলেন, আমি ক্ষমতায় আছি জনগণ ভোট দিয়েছে বলে। জনগণ ভোট না দিলে চলে যাব। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র স্থিতিশীল আছে বলেই দেশের  উন্নয়ন অব্যাহত রয়েছে।

বিএনপি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায় কি না, সে প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বুধবার (২১ জুন) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সালে বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। ফলে এখন তারা দেশ বিক্রি করবে না কি সেন্টমার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে আসতে চায়?

"আমি এটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা, আমার হাত দিয়ে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি বলি, ওই সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নাই, আমি জানি তো সেটা। কিন্তু আমার দ্বারা সেটা হবে না।"

তিনি বলেন, আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নাই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী, কর্মকাণ্ড চালাবে, কাউকে আঘাত করবে, এ ধরনের কাজ আমরা হতে দেবো না।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্হান ও সহযোগিতায় বিশ্বাস করি। এমনি মিয়ানমার থেকে যে ১০ লাখের মতো শরণার্থী এসেছে তাতে তো আমরা মিয়ানমারের সঙ্গে ঝগড়া করিনি। এরা যাতে ফেরত যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, আন্তর্জাতিক পর্যায়ে অনুরোধ করছি, কিন্তু আমরা তো ঝগড়া বা যুদ্ধ করতে যাইনি।

আমাদের মূলনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং সেটাই মেনে চলি। আমার প্রশ্ন এখানেই, আজকে যে বিএনপি বা কিছু দল মাঠে নেমেছে, এদের অসুবিধাটা কোথায়, সমস্যাটা কী?

Link copied!