পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী আলোচিত বাংলাদেশি স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতীয় পাসপোর্টে দুবাইতে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরানো কতটা সহজ- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। অসম্ভব বলে কিছু নেই, বাংলাদেশ পারে না এমন কিছু নেই।’
বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনের এক মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত এ রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ করে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্স নামে একটি শোরুমের উদ্বোধন করার পরই ব্যাপক আলোচনায় আসেন আরাভ খান। ওই সময় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি হিসেবে আরাভ খানকে শনাক্ত করে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম নেওয়া আরাভের আসল নাম রবিউল ইসলাম হলেও সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন নামেও তিনি পরিচিত। ২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন এমরান খান খুন হওয়ার পর হত্যা মামলায় আসামি হয়ে দেশ ছাড়েন আরাভ।