মার্চ ২৬, ২০২৩, ১০:৩১ এএম
রবিবার (২৬ মার্চ) সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
ব্রাউজার খুলতেই সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে চোখে পড়লো দিবসটি উপলক্ষে দারুণ এক ডুডলের মাঝে পতপত করে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
তারপর টুইটারেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মিললো এক ভিনদেশির কাছ থেকে।
আন্দ্রেজ ইয়োসেন নামের একজন আর্জেন্টাইন সাংবাদিক ও শিক্ষক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। যোগাযোগে পিএইচডিরত এই শিক্ষার্থী বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার ভালোবাসা প্রকাশ করে টুইট করে লিখেছেন,
‘আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস।
এটি ছিল পাকিস্তান থেকে বাঙালির মুক্তির সূচনা।
শুভ স্বাধীনতা দিবস!’
এর আগেও তিনি গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা ও সমর্থন দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেছিলেন।
এভাবেই বিশ্বজুড়ে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে জানার সুযোগ তৈরি হোক। বাংলাদেশের উড়তে থাকা লাল সবুজের পতাকার ইতিহাস সবাই জানুক। সবার জানার সুযোগ হোক ১৯৭১ সালে বাংলাদেশের ত্যাগের গল্প। রক্তক্ষয়ী স্বাধীনতার গল্প। সাহসের ইতিহাস। প্রতিরোধের সংগ্রামের কথা। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রাম-বাংলার কৃষকরাও কীভাবে লড়ে গেছেন নয়টি মাস ধরে।