সেপ্টেম্বর ৫, ২০২১, ০১:২১ পিএম
দেশে ফিরিয়ে আনা হবে ভারতে আটক ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক’ ইন্সপেক্টর সোহেল রানাকে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই তথ্য জানান।
বনানী থানা সূত্রে জানা গেছে, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। বনানী থানার পুলিশ ইন্সপেক্টর শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। সোহেল রানার বোন, ভগ্নিপতিসহ পাঁচজনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন এক ভুক্তভোগী।
এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারত-নেপাল সীমান্ত এলাকা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা থেকে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ।