দেশে প্রচারিত ইংরেজি দৈনিক 'দ্য ইন্ডিপেনডেন্ট' আজ থেকে তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ইন্ডিপেনডেন্টের নির্বাহী সম্পাদক শামীম আবদুল্লাহ জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২০ সালের এপ্রিলে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন এই ইংরেজি দৈনিকটির প্রিন্ট সংস্করণ বন্ধ হয়।
শামীম আবদুল্লাহ জাহেদী বলেন, “ব্যবসায়িক সিদ্ধান্তের অংশ হিসাবে আমরা সংবাদপত্রের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছি। বিনিয়োগকারীরা সংবাদপত্রটিকে অর্থনৈতিকভাবে কার্যকর নয় মনে করছেন।”
তিনি আরও বলেন, “কর্তৃপক্ষ সব কর্মচারীদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং আইন অনুযায়ী সব বকেয়া পরিশোধ করে দেওয়া হবে।”