ডিসেম্বর ২০, ২০২১, ০২:১৪ পিএম
পঞ্চম ধাপের নির্বাচনে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানয়, কাজিপুরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৫৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১২ জনসহ মোট ১৭ জন প্রার্থী ছিলেন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২ জন এবং সাধারণ সদস্য পদে ছিলেন ৩৮১ জন।
রবিবার (প্রত্যাহারের শেষ দিন চেয়ারম্যান পদে ১১ জন, সাধারণ সদস্য পদে চারজন এবং সংরক্ষিত নারী সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিতরা হলেন,১নং সোনামুখী ইউনিয়নে শাহজাহান আলী খান, ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নে আতিকুর রহমান, ৩নং গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, ৪নং শুভগাছা ইউনিয়নে গিয়াস উদ্দিন, ৫নং কাজিপুরে কামরুজ্জামান, ৬নং মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন, ৭নং খাসরাজবাড়ী ইউনিয়নে জহুরুল ইসলাম, ৮নং চরগিরিশ ইউনিয়নে এস এম জিয়াউল হক, ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়নে আব্দুল মান্নান, ১০নং তেকানী ইউনিয়নে হারুনার রশিদ এবং ১১নং নিশ্চিন্তপুর ইউনিয়নে খাইরুল ইসলাম।
এদিকে ১২নং মনসুরনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আবদুর রাজ্জাকের সঙ্গে ভোটের মাঠে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী খলিল মুন্সি। এ ছাড়া সাধারণ সদস্য পদে চালিতাডাঙ্গা, মাইজবাড়ী, তেকানি ও খাসরাবজাড়িতে একজন করে এবং চালিতাডাঙ্গা ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।