দেশের সপ্তম ধাপে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ও বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃতরা হলেন- মো. আব্দুর শুক্কুর (৩৫) ও তায়িফ নামে এক কিশোর।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সোমবার দুপুরে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর্যায়ে তাসিফ নামের ওই কিশোর মারা যায়।
এদিকে, বাজালিয়া ইউনিয়ন পরিষদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. আব্দুর শুক্কুর (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি দ্যি রিপোর্টকে নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় শক্কুর। পরে তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন গণমাধ্যমেবলেন, “সকাল ১১টার দিকে শুক্কুর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন তিনি। শুক্কুরের সঙ্গে থাকা লোকজন দেখে মনে হয়েছে, নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন তারা।”
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহোরা গণমাধ্যমে বলেন, “নির্বাচনী সহিংসতায় নলুয়া এবং বাজালিয়ায় দুজন নিহত হয়েছে। কেন্দ্রগুলোতে হটাৎ বহিরাগতদের হামলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।”