ইউপি নির্বাচনে নৌকার মাঝি পেল ১২১ ভোট, জামানত বাজেয়াপ্ত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ০৪:৩৩ পিএম

ইউপি নির্বাচনে নৌকার মাঝি পেল ১২১ ভোট, জামানত বাজেয়াপ্ত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোট পড়েছে ৯ হাজার ৯৫৪ টি। এরমধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী মো. রকিবুল হাসান পেয়েছেন মাত্র ১২১ ভোট। বাজেয়াপ্ত হয়েছে তার জামানত।

জামানত রক্ষায় প্রয়োজন ছিল মোট পড়া ভোটের ১২ শতাংশ অর্থাৎ ১ হাজার ১৯৪ ভোট। কিন্তু মাত্র ১২১ ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীর। একই ইউনিয়নে ১৬৫ ভোট পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী শফিকুল হোসেন। তারও জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, নির্বাচনে আটপাড়ায় ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আইয়ুব খান আনারস প্রতীকে নির্বাচন করে পেয়েছেন ৩ হাজার ৯০৮ ভোট।

এদিকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র ও ৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী। স্বতন্ত্র নির্বাচিত ৯ জনের মধ্যে ৭ জন নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন।

Link copied!