জানুয়ারি ২৪, ২০২৩, ১০:৫৫ এএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্তই নেবে আওয়ামী লীগতা মেনে নেবে।
মঙ্গলবার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের বেদীতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা সব আসনে ইভিএম চেয়েছিলাম। এবারের নির্বাচনেও নির্বাচন কমিশনের সঙ্গে আমরা আলোচনা করেছি, আমরা সব আসনে ইভিএমের দাবি করেছি। এখন সিদ্ধান্ত আমাদের না, আমরা শুধু দাবি করেছি। এখন ইসি যে সিদ্ধান্ত নেবে আমরা (আওয়ামী লীগ) তা মেনে নেব।
বিএনপির আন্দোলনে কোনো জনসম্পৃক্তততা নেই দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের আন্দোলনে নেতাদের মধ্যে সীমিত। আর তাই গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনের ঢেউ তুলতে পারেনি বিএনপি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। অন্যরা পাঠকমাত্র।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ সহযোগী সংগঠনগুলোও শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।