ইসলামী ব্যাংকের ২ কর্মকর্তার আন্তর্জাতিক ফেলোশিপ প্রাপ্তি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০১:৩৪ এএম

ইসলামী ব্যাংকের ২ কর্মকর্তার আন্তর্জাতিক ফেলোশিপ প্রাপ্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশের দুই কর্মকর্তা বিশ্বব্যাপী ইসলামী অর্থায়নশিল্পের মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (আওফি) ফেলোশিপ পেয়েছেন। তাঁরা হলেন, মো. খায়রুল হাসান ও মো. সাঈদ জুনাইদ।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাহরাইনভিত্তিক এই প্রতিষ্ঠানটির ‘সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো হিসেবে দায়িত্ব ও সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন তাঁরা। 

ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. খায়রুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমবিএ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

অন্য কর্মকর্তা মো. সাঈদ জুনাইদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে মাস্টার্স, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে কামিল (হাদিস) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা, রেডিও টুডে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও সাউথ এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারে কাজ করেন তিনি।

Link copied!