ইসি সার্চ কমিটিকে নাম দেয়ার আহবান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:২৮ এএম

ইসি সার্চ কমিটিকে নাম দেয়ার আহবান

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য রাজনৈতিক দল ও ব্যক্তিপর্যায়ের কাছ থেকে আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহবান করা হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই নাম দেয়া যাবে বলে উল্লেখ করা হয়।

যা বলা হয় বিজ্ঞপ্তিতে

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহবান করেছে। নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫ টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপরিশ করার জন্য অনধিক ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাবে বা ই-মেইলযোগে (gfp_sec@cabinet_gov.bd) প্রেবণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Link copied!