ঈদছু‌টির প্রথম‌ দিনে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৩, ০১:১১ পিএম

ঈদছু‌টির প্রথম‌ দিনে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

ঈদের ছু‌টির প্রথম‌ দিন বুধবার (১৯ এপ্রিল)। তবে গতকাল অফিস শেষ হওয়ার পর থেকেই বাড়ির দিকে যাত্রা করতে থাকেন অনেকেই। এই যাত্রায় বঙ্গবন্ধু সেতু ব্যবহার করে রেকর্ড প‌রিমাণ প‌রিবহন পারাপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩ কো‌টি ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতুতে এই টোল আদায় হ‌য়।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ৩২ ঘণ্টায় সেতু‌তে রেকর্ডসংখ‌্যক গা‌ড়ি পারাপার হয়েছে। এর মধ্যে ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি ছিল। গেল ৩২ ঘণ্টায় সেতুর দুই টোলপ্লাজা দিয়ে ৪১ হাজার ২৫১টি পরিবহ‌ন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেলের সংখ‌্যা ছিল ২ হাজার ৭০০টি।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি প‌রিবহনের বিপরী‌তে টোল আদায় হয়েছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সংবাদমাধ্যমকে জানান, ছু‌টির প্রথম‌ দি‌নে ঈদযাত্রায় সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।

Link copied!