টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার ৩০ জুন বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়ালের মামা রায়হান মিয়া বলেন, ঈদ উপলক্ষে ওরা কয়েজজন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিল। ওদের অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাহিদ হাসান এবং টাঙ্গাইল সদর থানার পরিদর্শক নাসির উদ্দিন বলেন, “হতাহতরা ঈদ উপলক্ষে অটোরিকশা নিয়ে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাসের তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৩ জন আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।”