ঈদে সড়কের নিরাপত্তায় পুলিশের ‘মোটরসাইকেল পার্টি’

জাতীয় ডেস্ক

জুন ২৭, ২০২৩, ০১:০১ এএম

ঈদে সড়কের নিরাপত্তায় পুলিশের ‘মোটরসাইকেল পার্টি’

সংগৃহীত ছবি

সবার ‘সম্মিলিত তৎপরতায়’ মহাসড়কের পরিস্থিতি এখন পর্যন্ত ‘স্বস্তিদায়ক’ রয়েছে বলেও মন্তব্য করে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের সব পদমর্যাদার সদস্য ২৪ ঘণ্টা সড়কে থাকবে। ঈদের সড়কে কোথাও সমস্যা হলে দ্রুততম সময়ের মধ্যে তা সমাধান করতে এবার পুলিশের মোটর সাইকেল পেট্রল টিম ‘সর্বোচ্চ তৎপর’ থাকবে।

সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাসড়ক পরিস্থিতি এবং যাত্রী সেবায় পুলিশের প্রস্তুতি নিয়ে কথা বলেন আইজিপি।

তিনি বলেন, “অনেক সময় অভিযোগকারীকে যথাসময়ে সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য এবার সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল পার্টি। যাতে দ্রুত সময়ে অভিযোগ শোনার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা যায়। এছাড়া ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাঠে থাকবেন।”

মহাসড়কের পরিস্থিতি তুলে ধলে তিনি বলেন, “আমরা গাজীপুর সাভার বাইপাইল এলাকা পরিদর্শন করেছি। সড়কের অবস্থা মানুষের কথা শুনেছি। ঈদযাত্রা সরজমিনে পরিদর্শন করেছি। সাধারণ মানুষ নিরাপদে নির্বিঘ্নে যার যার গন্তব্যে যাচ্ছেন। আমাদের সঙ্গে মালিক শ্রমিক, হাটের ইজারাদার ও যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। কেউ হয়রানি শিকার হচ্ছেন কিনা তা জানার চেষ্টা করেছি, এখন পর্যন্ত সবাই স্বস্তিদায়ক বলেছেন।”

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ রেলওয়ে পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সব ইউনিট একযোগে কাজ করছে বলেও জানান তিনি।

২৯ জুন ঈদ ঘিরে এবার বুধ থেকে শুক্রবার তিন দিন ছুটি। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ওই তিন দিনের সাথে মঙ্গলবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে সোমবার অফিস ছুটির পরই ঈদযাত্রার মূল চাপ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!