ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ০৪:২৮ পিএম

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও চলবে মেট্রোরেল। আগের সময় সূচি অনুযায়ি প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। তবে শুধুমাত্র ঈদের দিন এই সময়সূচি পরিবর্তন হবে। ওইদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রোরেল চলবে।

মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএল-এর অফিস আদেশে আরও বলা হয়, আসছে ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে রাজধানীর উত্তরা, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও—এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে ঈদের দিন শুধুমাত্র বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রোরেল চলবে।  

 

অফিস আদেশে আরও বলা হয়, এ ছাড়া ২২ এপ্রিল ঈদ হওয়া সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।

Link copied!