ঈদের দিনও গাবতলী হাটে গরু কেনাবেচা চলছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ০৫:২৭ পিএম

ঈদের দিনও গাবতলী হাটে গরু কেনাবেচা চলছে

সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু আগেভাগেই কিনে নেন ক্রেতারা। তবে এর ব্যতিক্রম চিত্রও দেখা যায়। আজ ঈদের দিনেও গাবতলীর হাটে চলছে কোরবানির পশু কেনাবেচা। কোরবানির পশু বিক্রি না হওয়ার আজও আশা নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা। অন্যদিকে, কিছুুটা কম দামে পাওয়ার আশায় ক্রেতারাও ভিড় করছেন হাটে।

বিক্রেতারা বলছেন, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি বলে বিক্রিও হয়েছে দ্রুত। তবে অনেকে বড় গরু বিক্রি করতে পারেননি। তাই ঈদের দিন শেষ মুহূর্তে বিক্রির আশায় গাবতলী হাটে এসেছেন।

অন্যদিকে ক্রেতারা বলছেন, ঈদের দিন গরু কম থাকায় দাম খুব একটা কম বলছেন না বিক্রেতারা। বড় গরুর দাম কিছুটা কম বললেও ছোট ও মাঝারি গরুর চড়া দাম চাইছেন তারা।

ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকালও অনেকেই কোরবানি দেয়। এজন্য এখনও পশুর হাট ক্রেতাদের জন্য খোলা রয়েছে। পছন্দের গরু কিনতেদ শেষ সময়েও আসছেন অনেকে।

Link copied!