ঈদের সময় সাত দিন মহাসড়কে মোটর বাইক চলাচলে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০২:০১ পিএম

ঈদের সময় সাত দিন মহাসড়কে মোটর বাইক চলাচলে নিষেধাজ্ঞা

পদ্মা সেতুর পর এবার ঈদের সময় সাত দিন মহাসড়কে মোটর বাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সেই সঙ্গে এক জেলায় নিবন্ধিত মোটর বাইকও অন্য জেলায় চালানো যাবে না বলে নির্দেশনা এসেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের এক সভা থেকে।

ঈদের এক সপ্তাহ আগে রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে মন্ত্রণালয়ে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই সভা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালি ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।”

‘যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে’ পুলিশের অনুমতি নিয়ে মোটর সাইকেল চালানো যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!