এনআইডি’র তথ্য ফাঁস ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৩, ০৮:১৮ পিএম

উত্তর দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

জাতীয় পরিচয় পত্র বা এনআইডির সেন্ট্রাল তথ্য ভাণ্ডার থেকে তথ্য ফাঁস বা পাঁচার  বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এনআইডি সেবা আমাদের অধীনে আসেনি, আমরা এখনো কার্যক্রম শুরু করিনি। এখনো এ কার্যক্রমটা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। না জেনে উত্তর দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।

রবিবার মন্ত্রণালয়ে নিজের অফিসে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “যে ঘোষণাটা (এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত) দেওয়া হয়েছে, আইনি কিছু জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে শিগগির এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসবে। তখন থেকে আমরা পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারব।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যফাঁসের বিষয়ে সাইবার ইউনিটগুলো কাজ শুরু করেছে। শুরু করার মতো কোনো উপাদান এখন আমাদের হাতে আসেনি। আমরা প্রস্তুত হয়েছি জানার জন্য। আমাদের সাইবার ইউনিটগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে। আরও তথ্য জানার জন্য।”

এসময়  সাংবাদিককে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি যে বিষয়গুলো (তথ্য ফাঁস) বলছেন, সেটা আমরাও শুনছি। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানতে হবে, জেনে আপনাদের উত্তর দিতে হবে।এ মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত নেই। আপনারা যেভাবে শুনেছেন, আমরাও ঠিক সে রকমভাবে শুনছি। না জেনে উত্তর দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।”

কী ঘটেছে কতখানি কী ফাঁস হয়েছে, সেটি দেখতে হবে। কেউ এর সঙ্গে যুক্ত আছে বা সহযোগিতা করেছে সেক্ষেত্রে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবেও বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Link copied!