প্রায় দুই বছর পর দেশের বাইরে থেকে হজযাত্রীদের প্রথম দলটিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। শনিবার (৪ জুন) ইন্দোনেশীয় হজযাত্রীদের দলটি মদিনা শহরে অবতরণ করেন। আগামী মাসে অনুষ্ঠেয় হজের জন্য প্রস্তুতি নিতে তারা পবিত্র মক্কা নগরীতে ভ্রমণ করবেন। আধুনিক ইতিহাসে গত ২ বছর প্রথমবারের মতো হজ পালনে নিষেধাজ্ঞা দেয় সৌদি।। তবে সীমিত সংখ্যক স্থানীয় নাগরিক ও অধিবাসীদের এই ইবাদতের অনুমোদন দেওয়া হয়েছিল।
সৌদি হজ মন্ত্রণালয়ের মোহাম্মদ আল-বিজাওই বলেন, ইন্দোনেশিয়া থেকে আসা মুসল্লিদের প্রথম দলটিকে আমরা স্বাগত জানিয়েছি। ভারত ও মালয়েশিয়া থেকেও ফ্লাইট আসছে।
তিনি জানান, দেশের বাইরে থেকে আসা হজ যাত্রীদের গ্রহণ করতে পেরে আমরা মহাখুশি। ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে ২৫ লাখ মুসলমান অংশ নিয়েছিলেন।
আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান করতে হয়।