ডিজেল ও কেরোসিন তেল এবং বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দুই দিনের দলীয় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার পকেটমার সরকার। পরপর দুইবার সরকার জনগণের পকেট কেটেছে। একবার ডিজেল-তেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করে।
জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত মানবন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, পকেটমার সরকার পকেট কাটছে জনগণের। জনগণের কথা ভাবেনি সরকার।এখন জিনিসপথের দাম বাড়বে। সাধারণ মানুষ গরীব থেকে গরীব হচ্ছে।
দারিদ্র্যের কারণে আত্মহত্যা বাড়ছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোথাও কোনো জবাবদিহি নাই। সম্পূর্ণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করেছে সরকার। এই সরকার যত থাকবে, মানুষ তত গরীব হবে।
মানবন্ধন থেকে তিনি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বলেন, ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।তিনি বলেন, আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারাদেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য-সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।