একই স্থানে ২ প্রার্থী সমাবেশ ডাকায় পার্বতীপুরে ১৪৪ ধারা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৭:১১ পিএম

একই স্থানে ২ প্রার্থী সমাবেশ ডাকায় পার্বতীপুরে ১৪৪ ধারা জারি

দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (৩ জানুয়ারি) বিকেলে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে একই সময়ে নির্বাচনী সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

পার্বতীপুর উপজেলার ইউএনও নাশিদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “উপজেলার হরিরামপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী মাধ্যপাড়া গ্রামের একই জায়গায় একই দিন ও সময়ে নির্বাচনী সমাবেশ আহবান করায় কোনো রকম আইনশৃঙ্খলার অবনতি এড়াতে মধ্যপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়।”

সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত ওই স্থানে কোনো সভা-সমাবেশ, জনসমাবেশ, মিছিল ও মিটিং করা যাবে না বলে জানান ইউএনও।

Link copied!