জানুয়ারি ৩, ২০২২, ০৭:১১ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (৩ জানুয়ারি) বিকেলে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে একই সময়ে নির্বাচনী সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
পার্বতীপুর উপজেলার ইউএনও নাশিদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “উপজেলার হরিরামপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী মাধ্যপাড়া গ্রামের একই জায়গায় একই দিন ও সময়ে নির্বাচনী সমাবেশ আহবান করায় কোনো রকম আইনশৃঙ্খলার অবনতি এড়াতে মধ্যপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়।”
সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত ওই স্থানে কোনো সভা-সমাবেশ, জনসমাবেশ, মিছিল ও মিটিং করা যাবে না বলে জানান ইউএনও।