ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:০১ পিএম
এসময় গণমাধ্যম কর্মীরা আড্ডা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমার এক আত্মীয় মারা গেছেন। গ্রামের বাড়িতে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে চায়ের দোকানে বসেছি।”
এসময় তিনি আরও বলেন, “আমাদের দলটির নেতাকর্মীসহ বিএনপিকে সমর্থন করে এমন কোনো ভোটার আজকে ভোটকেন্দ্রে যাবে না। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের অধীনে মানুষের ভোটের প্রতি কোনো আস্থা নেই। আপনারা বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন।”
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ১২৮টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলীকে পরাজিত করে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে দলটির নির্বাচিত সংসদ সদস্যরা পদত্যাগ করার দিলে ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করেন।