নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে টেনিসের উন্নয়নে কাজ কাজ করছি। একদিন বাংলাদেশও টেনিসে ভালো করবে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়ানশীপস এর পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী, আইটিএফ ডেভলপমেন্ট অফিসার জনাথন স্টাবস।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান, কম্বোডিয়া, রাও, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপ হতে অনূর্ধ্ব ১৪ বছরের ২০ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে।
চ্যাম্পিয়নশীপসে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি প্রতিযোগিতার ফলাফলের উপর ভিত্তি করে অংশগ্রহনকারী ১০টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন, রানার-আপ, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধরিত হয়। ১০টি দেশের মধ্যে ৪টি দেশ ২০২৩ সালের এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপসের ফাইনাল রাউন্ডে উন্নীত হয় ।
দুটি প্রতিযোগিতার ফলাফলের উপর ভিত্তি করে চাইনিজ তাইপে প্রথম স্থান, পাকিস্তান দ্বিতীয় স্থান, মিয়ানমার তৃতীয় স্থান ও নেপাল চতুর্থ স্থান অধিকার করে। বাংলাদেশ দল ৫ম স্থান অধিকার করে।