এবার আ.লীগ থেকে মেয়র আব্বাসকে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২১, ০৭:০৯ পিএম

এবার আ.লীগ থেকে মেয়র আব্বাসকে অব্যাহতি

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজশাহী জেলা কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। এর আগে তাকে কাটাখালী পৌর কমিটির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়েছিল পবা উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাজশাহী জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা থেকে আব্বাস আলীকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক প্রতিবাদ সমাবেশ থেকে মেয়র আব্বাস আলীকে রাজশাহী শহরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান বক্তা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আব্বাসকে দেখামাত্রেই প্রতিরোধের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। এছাড়া তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের দাবিও জানান। এছাড়া মেয়র আব্বাসের বিরুদ্ধে এক ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে কাটাখালী পৌর কাউন্সিলররাও অংশ নেন। মিছিল থেকে আব্বাস চত্বর ভেঙে দেওয়া হয়।

গত মঙ্গলবার থেকে রাজশাহীতে দু’টি অডিও ক্লিপ ছড়িয়ে পড়লে আলোচনায় উঠে আসেন আব্বাস আলী। ওই অডিওকে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায় তাকে। এরই মধ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের তিন কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনে নগরের তিন থানায় পৃথক তিনটি মামলা করেন।

পরদিন বুধবার উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা করে তাকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এবার জেলা কমিটির পদও হারালেন তিনি।

Link copied!