অল কমিউনিটি ক্লাব লিমিটেডে (এসিসিএল) ভাঙচুরের অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গুলশান থানায় জিডি করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুন) করা এই অভিযোগে বলা হয়েছে, গত ৮ জুন ঢাকা বোট ক্লাবে যাওয়ার আগে এখানে ভাঙচুর চালিয়েছেন নায়িকা পরীমণি।
রবিবার (১৩ জুন) রাতে নায়িকা পরীমণি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন। ফেসবুক পোস্টটিতে কারো বিরুদ্ধে কোন স্পষ্ট অভিযোগ তোলেননি এই চিত্রনায়িকা।
পোস্টটিতে তিনি প্রধানমন্ত্রীকে মা হিসেবে সম্বোধন করে তার হস্তক্ষেপ কামনা করেন। এবং লিখেন- ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
তিনি দাবী করেছেন পুলিশও তাকে কোন সাহায্য করেনি।ফেসবুক পোস্টটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
পরবর্তীতে ১৪ তারিখ পরীমণির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রেক্ষিতে ঐ দিনই মামলার অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এখন পর্যন্ত পরীমণির বিরুদ্ধে গুলশান থানায় করা ভাঙচুর মামলার বিষয়ে এই চিত্রনায়িকার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।